বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

বন্ধু তুমি ।

বন্ধু তোমায় ভেবেছিলাম,এবার পাবো কাছে
মন প্রাণ সব এক করে তাই চলেছিলাম সাথে ।
শৈশবের কত না ভোলা দিন,কেটেছে কত বেলা
ছিল না কোন বাদ,বিভেদ আর সময়ের অবহেলা ।

কিশোরে দিনে তোমার সাথে কত রঙিন স্বপ্ন দেখা
মান,অভিমান,রাগ,অনুরাগ সে ছিল মনের পরিভাষা ।
সব কিছু তো ছিল আমার,তোমায় নিয়ে খেলা
মনের কোনায় জমে ছিল কত বিচিত্র গল্প কথা ।

যৌবনের সেই গোপন কথা,ভুলে কি গেছো তুমি
দুজনে তে পাড়ি দিয়েছি কত দুর্গম গিরি ।
কত রহসের হয়েছে সমাপন,মিটেছে জটিলতা
বুক ভরে শুধু করেছিলেম,দুজনে মনের ভালোবাসা ।

হঠাৎ তুমি হারিয়ে গেলে কোন অজানার দেশে
পেলুম না খুঁজে তোমায় বন্ধু কত কালের শেষে ।
যখন তুমি উদয় হলে তোমার নতুন রূপে
পেলাম আবার ফিরে মোর সেই প্রাণের সখাটিকে ।

আজ আমি কেন পাই না খুঁজে আমার পুরানো বন্ধুটিকে
যার কাছে ছিল আমার সব দুঃখ,হাসির মানে ।
আজ পৃথিবী বদলে গেছে,পেয়েছ নতুন মানুষজন
সময় তোমায় দিয়েছে,অনেক নতুন রূপের আচ্ছাদন ।

কর্তব্য কি এত জটিল ভুলতে হবে সব সত্যি
মনুষ্যত্বর হবে অপমান,হবে যে অনাসৃষ্টি ।
বদলে গেছো,ভুলেছ কি,তুমি সকল ভালবাসার কথা
সত্য,বিশাস,আবেগ,শ্রধা সবই দেখি আজ মিথ্যা ।

ভালোবাসা দেখি না কেন, তোমার চক্ষু চিত্ত কোনায়
মেকি দুনিয়ার আভরণে তুমি কি বৃথা আজ মলিনতায় ?
পালটেছে সবাই কত কাল ধরে,সময় যে অতিবাহিত
পুরনো দিনের সৃতি নিয়ে আমি যেন এক মিথ্যা মোহে জর্জরিত ।

রৌদ্র, বৃষ্টি,তাপ,শৈত্য সব ঋতু একই আছে
শুধু নেই তুমি তোমার মন,এই মনের কাছে ।
বন্ধু তুমি যে হারিয়ে গেছো,আজ আমার মনের থেকে
পারো নাকি ফেলে দিতে তোমার মিথ্যা আভরণটিকে ?

হয়ত তুমি পারবে আমায় ভুলতে জীবন থেকে
থাকব আমি চিরপ্রতীক্ষায়,ঠিক আগের মতো ।
হয় না যেন অনেক দেরী, চরম আক্ষেপের
বন্ধু মানে বন্ধন এক অটুট মিলন,ভাতৃবোধের ।


শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
http://www.tarunyo.com/sanjukolm/blog/post20131120054603/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...