বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

বন্ধু তুমি ।

বন্ধু তোমায় ভেবেছিলাম,এবার পাবো কাছে
মন প্রাণ সব এক করে তাই চলেছিলাম সাথে ।
শৈশবের কত না ভোলা দিন,কেটেছে কত বেলা
ছিল না কোন বাদ,বিভেদ আর সময়ের অবহেলা ।

কিশোরে দিনে তোমার সাথে কত রঙিন স্বপ্ন দেখা
মান,অভিমান,রাগ,অনুরাগ সে ছিল মনের পরিভাষা ।
সব কিছু তো ছিল আমার,তোমায় নিয়ে খেলা
মনের কোনায় জমে ছিল কত বিচিত্র গল্প কথা ।

যৌবনের সেই গোপন কথা,ভুলে কি গেছো তুমি
দুজনে তে পাড়ি দিয়েছি কত দুর্গম গিরি ।
কত রহসের হয়েছে সমাপন,মিটেছে জটিলতা
বুক ভরে শুধু করেছিলেম,দুজনে মনের ভালোবাসা ।

হঠাৎ তুমি হারিয়ে গেলে কোন অজানার দেশে
পেলুম না খুঁজে তোমায় বন্ধু কত কালের শেষে ।
যখন তুমি উদয় হলে তোমার নতুন রূপে
পেলাম আবার ফিরে মোর সেই প্রাণের সখাটিকে ।

আজ আমি কেন পাই না খুঁজে আমার পুরানো বন্ধুটিকে
যার কাছে ছিল আমার সব দুঃখ,হাসির মানে ।
আজ পৃথিবী বদলে গেছে,পেয়েছ নতুন মানুষজন
সময় তোমায় দিয়েছে,অনেক নতুন রূপের আচ্ছাদন ।

কর্তব্য কি এত জটিল ভুলতে হবে সব সত্যি
মনুষ্যত্বর হবে অপমান,হবে যে অনাসৃষ্টি ।
বদলে গেছো,ভুলেছ কি,তুমি সকল ভালবাসার কথা
সত্য,বিশাস,আবেগ,শ্রধা সবই দেখি আজ মিথ্যা ।

ভালোবাসা দেখি না কেন, তোমার চক্ষু চিত্ত কোনায়
মেকি দুনিয়ার আভরণে তুমি কি বৃথা আজ মলিনতায় ?
পালটেছে সবাই কত কাল ধরে,সময় যে অতিবাহিত
পুরনো দিনের সৃতি নিয়ে আমি যেন এক মিথ্যা মোহে জর্জরিত ।

রৌদ্র, বৃষ্টি,তাপ,শৈত্য সব ঋতু একই আছে
শুধু নেই তুমি তোমার মন,এই মনের কাছে ।
বন্ধু তুমি যে হারিয়ে গেছো,আজ আমার মনের থেকে
পারো নাকি ফেলে দিতে তোমার মিথ্যা আভরণটিকে ?

হয়ত তুমি পারবে আমায় ভুলতে জীবন থেকে
থাকব আমি চিরপ্রতীক্ষায়,ঠিক আগের মতো ।
হয় না যেন অনেক দেরী, চরম আক্ষেপের
বন্ধু মানে বন্ধন এক অটুট মিলন,ভাতৃবোধের ।


শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
http://www.tarunyo.com/sanjukolm/blog/post20131120054603/

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

ঈশ্বর বচন


নাই সুখ এই ধরাধামে, নাই সুখ এই ব্রম্ভান্ডে
যারা করে দ্বিধাবোধ আমার অস্তিত্ব নিয়ে ।

ক্রোধের প্রকাশ জন্ম দেয় মনের বিভ্রমকে
 মনের বিভ্রম করে ধ্বংস সৃষ্টিকে  
পতন অনিবার্য হয় ধ্বংসের কারণে,অবলীলাক্রমে ।

ঈশ্বর তত্ত্ব যে সর্বদা আপন মনের সাথে
মনের কার্যকলাপ,চেতনা নিশ্বাসে প্রশ্বাসে
সব কাজে তুমি শুধুই কেবল উপলক্ষ ।

নাই যার মন কালের অধীনের তলে সর্বকালে  
করে না প্রভাব যারে ক্রোধ,বেদনা, সন্মান, তিরস্কারে  
সেই সর্ব জ্ঞানী মহান নিজ গুনে ।

এই মনুষ্য জন্ম নেয় বিশ্বাস মধ্য দিয়ে
বিশ্বাস করে সকলকে মানুষ হতে ।

কোন কিছু যায় না হারিয়ে এই জীবনকালে
নাই হয় কিছু বর্জিত জীবন অন্তঃক্ষণে।

তাই প্রতিনিয়ত বাসনা ইচ্ছা বহির্ভূত নাহি কোন বস্তু
যদি কেহ চায় তা পায় ইচ্ছা বিশ্বাসে ।

আপন অন্তর হয় নিজ মিত্র শত্রু নিজমনে
কর্ম ফলের আসা না করা হয় জ্ঞানীর পরিচেয় 
ফলের আসা করে শুধু অজ্ঞ মানব সম্প্রদায় ।

মৃত্যু ধ্রুব সত্য জেনো জন্মকালে তা নিশ্চিত
জন্ম নিলে মড়িতে হবে তাও সুনিশ্চিত ।

বৃথা দুঃখ কিসে তবে বিধির বিধান অটল এই ধরাধামে
জ্ঞান প্রদানের এই কর্ম যজ্ঞে যারা একত্র আমার সাথে
প্রেমের সাথে উপাসনা করে যারা
আমি তো তাদেরই সাথে।



সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


কলিকাতা



৯৮৩১৮৪০১৯৬

http://www.tarunyo.com/sanjukolm/blog/post20131107010519/

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

কালজয়ী বীরপুরুষ


 সে ছিল এক বীরপুরুষের কালজয়ী গাঁথা

কুরুক্ষেত্রের এক বীর মহামানবের জয়ের অমরকথা ।

অভিমন্যু নামের সে ছিল এক মহা বিজয়গাঁথা।

জানা ছিল শুধু মাতৃ জঠরে শোনা চক্রব্যূহের অর্ধ সমাপ্ত রহস্য বলা ।


করেছিল অতিক্রম সেই অসীম দুর্গম রণের সকল চক্রান্তের বাঁধা

ভীত,শঙ্কিত,কাপুরুষ যারা করেছিল সব সত্যের অবহেলা ।

কালিমা মুক্ত হয়েছিল কি তাদের সকল বিজয়গাঁথা

বীর অভিমন্যু করেছিল সংগ্রাম বীর বিক্রমে ।


পরাজিত হল এক এক সকল মহাযোদ্ধা বীর বলীয়ানে

অবহেলা করে যেন শিশু খেলার ছলে ।

একি পরিহাস সব মহাবীর জনে জনে

নত শির হল সকল মহা যোদ্ধা এই মহারণে ।


লজ্জা,ঘৃণা,কুটিলতা থেকে শুরু হয় এক গোপন ষড়যন্ত্রের

অভিমন্যু জানে না যে রহস্য  চক্রব্যূহের দুর্গ ভেদের কথা ।

সংগ্রাম হয় মহাসংগ্রামে হতবাক অভিমন্যু এই কপট পরাক্রমে

হল না শেষ রক্ষা অজানা কারণের ফলে ।


হয়েছে সদ্য সমাপ্ত ঘোর মহারণের,অন্তিমক্ষণে

আজ রক্তে লিপ্ত আজ অভিমন্যুর দেহখানি ।

একা শায়িত কুরুক্ষেত্রর মহাসমরের চক্রব্যূহে অন্তিম শয়নে ।

হায় মহারথী ইতিহাস করবে না ক্ষমা তোমাদের চরম আপমানের।


হায় চিত্রাঙ্গদা, তোমার যদি নিদ্রালেশ হত সেইদিন রাতে

অর্জুনপুত্র আজ অমর হত,এই কুরুক্ষেত্র মহারণে ।

তবু বলি,বিজয়ী তুমি,ইতিহাস করবে স্মরণ তোমায় চিরতরে

তুমি যে অজেয়,অমর,মহাবীরশ্রেষ্ঠ সকলের অন্তরে ।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কলিকাতা

৯৮৩১৮৪০১৯৬

http://www.bangla-kobita.com/sanjukolm/poem20131105114745/


রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

YOU ARE OUR LIFE

When the sparking, glittering lights move around the dark evening sky
Brightest, coloring flash spreads quickly all over our mind.

It is the only fragrance little innocent smile that plays all over your face
Which tells a true story of yours deepest grin hiding inside your mind.

The day of all time, when we forget all our past teen in our life
The day when we enjoy the feelings of your taste with your lovely Cake bites.

Yes its the day when we found  you for our true meaning of life.
It’s your Birthday Dear and we promise you that

We will stay with your every move for your entire life.


Sanjoy Kumar Mukhopadhyay
9831840196

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...